spot_img

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী ওসাকা

অবশ্যই পরুন

এক বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে হারানো গৌরব ফিরে পেলেন নাওমি ওসাকা। শনিবার ফাইনালে জেনিফার ব্র্যাডিকে হারিয়ে এ টুর্নামেন্টের রানী বনে গেলেন জাপানের এ টেনিস তারকা।

শনিবার মেলবোর্নের রড অ্যারোনায় ৬-৪, ৬-৩ গেমে ব্র্যাডিকে হারিয়ে শিরোপা উল্লাস করেন ওসাকা। এরফলে র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন তিনি। এরআগে ২০১৯ সালে প্রথমবার এ টুর্নামেন্টের মুকুট পরেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে চতুর্থ প্রধান খেতাব অর্জন করলেন ওসাকা। সব মিলিয়ে জাপানের এ টেনিস তারকা ২১টি ম্যাচে অপরাজিত থাকার অনন্য নজিও গড়েছেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বিজয়ে ক্ষেপছে মার্কিন নারীরা, বলছেন পুরুষদের সঙ্গে যৌনতায় ‘না’

চলতি মাসের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমি ধস জয়ের পর যুক্তরাষ্ট্র পড়তে যাচ্ছে নতুন এক আন্দোলনের কবলে। এই আন্দোলনের নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ