spot_img

বিশ্বে করোনা থেকে সুস্থ ৮ কোটি ৬১ লাখের বেশি মানুষ

অবশ্যই পরুন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ লাখ ৬২ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৫ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৮ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৭৪৮ বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৪ লাখ ৬২ হাজার ৭০৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৩৬৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৫২ লাখ ৬ হাজার ৪০৯ জন চিকিৎসাধীন এবং ৯৮ হাজার ১৯৯ জন (০.৪%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৮ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৭৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ