spot_img

লাদাখ সীমান্তে গত জুনের সংঘর্ষে ৪ সৈন্যের মৃত্যুর তথ্য প্রকাশ চীনের

অবশ্যই পরুন

গত বছরের জুন মাসে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সীমান্তরক্ষী সৈন্যদের মাঝে সংঘর্ষে চার সৈন্যের নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে চীন। ঘটনার প্রায় আট মাস পর শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

নিহত সৈন্যদের মরণোত্তর বীরত্বসূচক সম্মাননাও দেয়া হয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।

খবরে জানানো হয়, চেন হংজুন, চেন শিয়াংরং, শিয়াও সিইউয়ান এবং ওয়াং ঝৌরান নামে ওই চার সৈন্য সন্ধিচুক্তি লঙ্ঘন করে অনুপ্রবেশকারী ‘বিদেশি বাহিনীর’ সাথে ‘প্রচণ্ড সংঘর্ষে’ প্রাণ হারান।

খবরে বলা হয়, নিহত সৈন্য চেন হংজুনকে ‘গার্ডিয়ান অব দ্যা ফ্রন্টিয়ার হিরো’ এবং বাকি তিনজনকে ফার্স্ট-ক্লাস মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।

প্রায় ৪৫ বছর শান্তিপূর্ণ থাকার পর গত বছরের জুনে হঠাৎ করেই লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে চীন-ভারতের সম্পর্ক। দুই পক্ষই সীমান্তে সৈন্য ও সমরাস্ত্র বাড়ায়। একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ তোলে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত বছরের ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘাতে গড়ায়।

এসময় ইট-পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে উভয় পক্ষের সৈন্যরা সংঘর্ষে জড়ান। এতে ভারতের অন্তত ২০ সৈন্য নিহত ও ৭৬ জন আহত হন।

সংঘর্ষে চীনের কতজন হতাহত হয়েছেন তা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে বিভিন্ন সময় নানা সূত্রের বরাতে ভিন্ন ভিন্ন সংখ্যা বলা হয়েছে। তবে এ নিয়ে এতদিন মুখ খোলেনি চীন। অবশেষে নিহতদের সম্মান জানানোর মাধ্যমে সেই সংখ্যা নিশ্চিত করল দেশটি।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ