বার্সা ডিফেন্ডার জর্দি আলবার সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন এমবাপ্পে। যার মধ্যে আলবাকে বলা এমবাপ্পের একটি কথা ছিল এমন, ‘রাস্তায় পেলে তোমাকে খুন করব।’
অবশ্য এমবাপ্পের সঙ্গে প্রথম লাগে সার্জিনো ডেস্টের। পিএসজির পাওয়া একটি কর্নার কিকের সময় ডি বক্সে এমবাপ্পেকে মার্কিংয়ে রাখছিলেন ডেস্ট। এসময় এমবাপ্পের গায়ে গা লাগাচ্ছিলেন ২০ বছর বয়সী ডিফেন্ডার। এমবাপ্পে এক পর্যায়ে ডেস্টকে বলে উঠেন, ‘ডোন্ট টাচ মি।’ প্রথমে জর্দি আলবা ও পরে পিকেও তখন সেই কথার লড়াইয়ে জড়িয়ে যান।
মার্কার প্রতিবেদন অনুযায়ী, ‘মুভিস্টার প্লাসের’ ক্যামেরাম্যান তাদের কথোপকথনের পুরোটাই ধারণ করেছেন। যাতে স্প্যানিশ ভাষায় আলবাকে হুমকি দিতে শোনা যায় এমবাপ্পেকে।
যার বাংলা দাঁড়ায়, ‘রাস্তায় পেলে তোমাকে আমি খুন করব।’ আলবাকে পর পর দুইবার এই কথা বলেন রেগে আগুন এমবাপ্পে।
ঠিক এই সময়ে সতীর্থের হয়ে এগিয়ে আসেন পিকে। এমবাপ্পেকে এই ডিফেন্ডারের জবাব, ‘তুমি কাকে মারতে চাও? এ সময় পিকেকে উদ্দেশ্য করে আলবা বলেন, ‘ও শিখছে, ছেলেটা শিখছে।’
বড়দের সঙ্গে ঝগড়ায় ছোটরা যেমন রেহাই পেয়ে যায়, ৩১ বছর বয়সী আলবাও যেন সেভাবেই পরিস্থিতি ঠান্ডা করেন।
এমবাপ্পের বয়সই আর কত! সবে ২২।
এমবাপ্পে, আলবা ও পিকের পুরো কথোপকথন
ডেস্টকে এমবাপ্পে: আমাকে ছুঁবে না।
এমবাপ্পেকে আলবা: ও তোমার কাছে ক্ষমা চেয়েছে। তুমি তোমার নিজের দিকে তাকাও। তুমি উদ্ধত, তুমি উদ্ধত।’
আলবাকে এমবাপ্পে: রাস্তায় পেলে তোমাকে আমি খুন করব। রাস্তায় পেলে তোমাকে আমি খুন করব।
এমবাপ্পেকে পিকে: তুমি কাকে খুন করবে?
পিকেকে আলবা: ও শিখছে, ছেলেটা শিখছে।