ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ (৩-০) করার পর টেস্টে হয়েছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ (০-২)। কাগজে কলমে বেটার দল হয়ে নিজেদের চেনা-জানা মাঠে কেন এতোটা দুবির্ষহ হতে হবে ?
তার উত্তর খুঁজছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। বাংলাদেশ দল টেস্টে যে খেলা খেলেছে, তা বাংলাদেশের খেলা নয় বলে মনে করছেন তিনি।
নিউজিল্যান্ডগামী ক্রিকেট দলের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে উপস্থিত হয়ে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে সে কথাই বলেছেন পাপন-‘ আফগানিস্তানের সঙ্গে (টেস্ট) এবং আমরা যে টেস্ট দুইটা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে এই খেলা বাংলাদেশ দলের খেলা মনে হয় না। মানে আমার মনে হয়না এটা বাংলাদেশ দলের খেলা। এরাই যখন আবার টি-টোয়েন্টি খেলছে, ওয়ানডে খেলছে টোটালি ডিফারেন্ট। এই টিমের সাথে যখন ওয়ানডে খেলছে তখন তো আমরা ভাল খেলছি।’
টেস্টে কেন বাংলাদেশ ভাল করতে পারছে না, কোথায় বাংলাদেশ দলের সমস্যা, তার উত্তর খুঁজছেন বিসিবি বস-‘ আমি প্রত্যেকের কাছে শুনতে চাচ্ছি যে সমস্যাটা কোথায় বলে তারা মনে করে। সমস্যাটা কোথায় হচ্ছে তা জানিনা বা বুঝিনা তা কিন্তু না। একটু প্রবলেম হচ্ছে, তবে আমি খুশি যে আমাদের যে ধারণা ছিল সমস্যা কোথায় এবং ওরা যা বলছে বেশিরভাগই মিলে যাচ্ছে। ৯০ শতাংশ মিলেই যাচ্ছে। আকজকে আরেকটা মেজর মিটিং আছে যেটা হচ্ছে কোচিং স্টাফের সঙ্গে। তাদেরকেও জিজ্জাসা করব যে তারা কি মনে করে, সমস্যাটা কোথায়। তারপর আমরা ওদেরকে বলে দিব যে কি করতে হবে এবং সামনের দিনগুলোতে কি করতে হবে।’
বাংলাদেশ দলের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি কারা করছে, তা জানতে উদগ্রীব বোর্ড প্রধান-‘বেসিকালি আমি জানতে চাচ্ছিলাম যে সিদ্ধান্ত/প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিটা যে হচ্ছে এটা আমাদের আগের সাথে আমি মিল পাচ্ছি না, আমি পাই না। সো আমি জানতে চাচ্ছিলাম কে প্ল্যান করছে,কে স্ট্র্যাটেজি করছে, কেন করছে এই প্রশ্নগুলো নিয়া আলাপ হয়েছে। তার আগে জানতে চেয়েছি সমস্যার কথা, বললে ওরা বলে এ সমস্যা। আগে তো সব কিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হতো, এখন তো নিজেরাই নিচ্ছে। এখন তো সমস্যা হওয়ার কথা না।’
ক্রিকেট অপারেশন্স এবং সিলেকশনে আছেন যারা, দলের সঙ্গে তাদেরকে আরো বেশি যুক্ত রাখার পক্ষে পাপন-‘ অপরেশনে যে আছে, সিলেকশনে যারা আছেন তাদের সঙ্গে কাল বসা হয়েছে। যে প্রত্যেকের যে দায়িত্ব, ওনাদের দায়িত্ব খালি একটা কাজ করে দিয়েই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। ওনাদের কিভাবে আরো বেশি ইনভলভ থাকতে হবে এটা নিয়ে আলাপ করা হয়েছে।’