জর্জিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বিরোধী নেতাকে আটক করার পরিকল্পনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন। খবর-বাসস।
প্রধানমন্ত্রী গিওরগি গাখারিয়া জানান, বিরোধী নেতা নিকা মেলিয়াকে আটক করার জন্য আদালতের আদেশ বাস্তবায়ন করার বিষয়ে সরকারের মতানৈক্যের কারণে তিনি পদত্যাগ করেছেন।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এতে দেশের জনগণের জীবন ও স্বাস্থ্যের ওপর ঝুঁকি তৈরি হবে এবং রাজনৈতিক মেরুকরণ ঘটবে।