spot_img

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

অবশ্যই পরুন

অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তবে তিনি এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রবীণ এ অভিনেতার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কি না, সেটা জানতে তার শরীরের প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব কটি পরীক্ষার ফলাফল হাতে পেলেই বাসায় ফিরবেন তিনি।

শামসুজ্জামানকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তীব্র শ্বাসকষ্টের সমস্যা হওয়ায়। তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্বাসকষ্ট দেখে চিকিৎসকেরা প্রথম দিকে ধারণা করেছিলেন, এ টি এম শামসুজ্জামান করোনায় আক্রান্ত। পরে পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। ফলাফলে জানা যায় করোনা নেগেটিভ।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায়, তার শরীরে অন্য কোনো রোগ আছে কি না, তা পরীক্ষা জন্য ১০টির বেশি টেস্ট করা হয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। সেগুলো সম্পন্ন হলে গুরুতর সমস্যা দেখা না দিলে তিনি বাড়িতে ফিরবেন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ