spot_img

কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

অবশ্যই পরুন

রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন নবী হোসেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো. জাহের মিয়ার ছেলে। তিনি বেইলি রোডের ছয়তলা কোয়ার্টারে থাকতেন।

নিহতের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে কাজ করে আসছিলেন নবী। বুধবার দিবাগত রাতে তিনিসহ দুজন কর্মী কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস নবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ