উচ্ছেদের আগে স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গা বরাদ্ধ না দিলে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। অবশ্য বেধে দেওয়া এ সময়ের মধ্যে দাবি মেনে নেয়া হলে ধর্মঘট থেকে তারা সরে দাঁড়াবেন বলেও জানিয়েছেন।
তিনি জানান, নগরের চৌহাট্টায় মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদ ঘিরে বিকেলে পরিবহন শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। তারা এর প্রতিবাদ জানাচ্ছেন।’
‘একই সাথে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত প্রশাসন এবং সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীকে সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে স্ট্যান্ডের স্থান নির্ধারণ করে না দেওয়া হলে তখন থেকেই সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।’
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত জানান, ‘সিলেটের সকল ধরনের পরিবহনের মালিক-শ্রমিকরা মিলে এ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা তাদের দাবি তুলে ধরে দু’য়েক দিনের মধ্যে সিলেটের প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানিয়েছেন।’