ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দল হারলেও, আইসিসির টেস্ট র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল, লিটন দাস এবং তাইজুল ইসলামের।
ঢাকা টেস্টে ভালো খেলার ইঙ্গিত দিলেও জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল। দুই ইনিংসে করেন ৪৪ ও ৫০ রান। তবুও ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩৭ থেকে ৩২ এ উঠে এসেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। পুরো সিরিজে ধারাবাহিক থাকা লিটস দাস এগিয়েছেন ১১ ধাপ। ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৫৪ নম্বরে আছেন লিটন। এছাড়া বাংলাদেশি বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ২৭ থেকে ২২ নম্বরে উঠে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম।
তবে টেস্টে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হকের অবনতি হয়েছে। এক ধাপ নিচে নেমে ২৩তম স্থানে মুশফিক। ঢাকায় দুই ইনিংসে মুমিনুল হক করেন ২১ আর ২৬ রান। যার ফলে অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের। ৩৩ থেকে তিন ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে রয়েছেন মুমিনুল হক।