spot_img

আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প!

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ২০১৭ সালে হত্যার ইচ্ছা প্রকাশ করেন বলে দাবি করছেন ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা।

ট্রাম্পের সাবেক সহকারী নিরাপত্তা উপদেষ্টা কেটি ম্যাকফারল্যান্ড সংবাদমাধ্যম বিবিসির এক ডকুমেন্টারির জন্য সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে বলেন, সিরিয়ায় সাধারণ মানুষের বিরুদ্ধে সারিন গ্যাস হামলার চিত্র দেখে ট্রাম্প আসাদকে ‘সরিয়ে দেয়ার’ কথা জোর দিয়ে বলেন।

ম্যাকফারল্যান্ড বলেন, ওই সময় তিনি ট্রাম্পকে বলেন, ‘আপনি এটি করতে পারেন না।’ তখন ট্রাম্প তাকে জিজ্ঞেস করেন, কেন তিনি ওই কাজ করতে পারবেন না।

ম্যাকফারল্যান্ড তখন তাকে জবাব দেন, ‘কারণ, এটি যুদ্ধ সৃষ্টি করবে।’

২০১৭ সালের এপ্রিলে পশ্চিম সিরিয়ার খান শেইখুন শহরে আসাদ বাহিনী রাসায়নিক সারিন গ্যাস হামলা চালায়। ওই হামলায় অন্তত ৯০ জন নিহত হয়।

ম্যাকফারল্যান্ড বলেন, ‘আমি জানতাম, তিনি (ট্রাম্প) কোনো না কোনোভাবে আসাদকে শাস্তি দিয়ে চেয়েছিলেন এবং তাকে সহজে ছেড়ে দিতে চান নি।’

সিরিয়া ও রাশিয়া হামলার সাথে আসাদ সরকারের সংশ্লিষ্টতা অস্বীকার করে। তবে জাতিসঙ্ঘের ওই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, ‘৪ এপ্রিল, ২০১৭ তারিখে খান শেইখুনে সারিন নিঃসরণের ঘটনায় সিরিয়ান আরব রিপাবলিকের দায়বদ্ধতা নিশ্চিত।’

সূত্র : আরব নিউজ

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ