spot_img

ভারতে সেতু থেকে বাস খালে পড়ে ৩২ জনের মৃত্যু

অবশ্যই পরুন

ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে যাত্রীবাহী বাস খালে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩২ জনের মৃত্যু হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যের সিদ্ধি জেলায় ঘটা দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় মিডিয়া এনডিটিভির খবরে বলা হয়, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৫০ কিমি দূরে সিদ্ধি জেলায় স্থানীয় সময় ভোরে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

বেসরকারি মালিকানাধীন বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পথে শারদা খালে দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে মোট ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, পানিতে ডুবে আরও কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে।

এরই মধ্যে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দুই মন্ত্রী। টেলিফোনে তারা জানান, সাত যাত্রীকে এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নিহতদের পরিবারের জন্য পাঁচ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী চৌহান।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ