spot_img

এবার সুয়ারেজের ‘গোপন চুক্তি’ ফাঁস!

অবশ্যই পরুন

কিছুদিন আগে লিওনেল মেসির চুক্তি ফাঁস করেছিল স্প্যানিশ এক সংবাদমাধ্যম। এ নিয়ে বেজায় চটেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার ফাঁস হলো তারই একসময়কার সতীর্থ লুইস সুয়ারেজের ‘গোপন’ চুক্তি।

যে চুক্তির শর্তে বলা আছে, আগামী ৩০ জুনের পর চাইলে ফ্রি ট্রান্সফারে উরুগুইয়ান স্ট্রাইকার ছাড়তে পারবেন আতলেতিকো মাদ্রিদ।

গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ। মাদ্রিদের ক্লাবটিতে নাম লিখিয়ে দুর্দান্ত সময় পার করছেন এই স্ট্রাইকার। আতলেতিকোয় নাম লেখানোর সময় চুক্তিতে বিভিন্ন শর্ত যোগ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে গোল সংখ্যার বোনাস। যেমন ১৫ গোল করে এরই মধ্যে একটি বোনাস নিশ্চিত করেছেন সুয়ারেজ। আরেকটি বোনাস লক্ষ্য পূরণ করতে তার লাগবে ৪ গোল।

তেমনই আরেকটি শর্ত আছে আতলেতিকো ছেড়ে যাওয়ার। দুই বছরের চুক্তি করলেও সাবেক বার্সেলোনা স্ট্রাইকার একবছর শেষ করেই মাদ্রিদের ক্লাব ছাড়ার একটি ধারা যোগ করেছেন চুক্তিতে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, ওই ধারায় বলা আছে, চাইলে ৩০ ‍জুনের পর ফ্রি ট্রান্সফারে আতলেতিকো মাদ্রিদ ছাড়তে পারবেন সুয়ারেজ।

যদিও মার্কা এটাও জানিয়েছে, চুক্তির ওই শর্তের পথে হাঁটার কোনো ইচ্ছা নেই সুয়ারেজের। কারণ তিনি ভালো আছেন আতলেতিকোয়। তাছাড়া সুয়ারেজ নাকি বার্সেলোনাকে বুঝিয়ে দিতে চান, তাকে ছেড়ে দিয়ে কাতালানরা কত বড় ভুল করেছে। মাদ্রিদের ক্লাবটিও তার চুক্তির শর্ত নিয়ে চিন্তিত নয়। তারা উরুগুইয়ান স্ট্রাইকারের পারফরম্যান্সে ভীষণ খুশি। সাবেক লিভারপুল তারকা যে চুক্তির দ্বিতীয় বছরও পূরণ করবেন, এতে কোনও সন্দেহ নেই আতলেতিকো কর্তৃপক্ষের।

তাই সুয়ারেজের ক্ষেত্রে দাভিদ ভিয়ার ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। সাবেক স্প্যানিশ ফরোয়ার্ডও বার্সেলোনা থেকে যোগ দিয়েছিলেন আতলেতিকোয়। তিন বছরের চুক্তি করলেও একবছর শেষেই তিনি পাড়ি দিয়েছিলেন নিউ ইয়র্ক সিটিতে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ