spot_img

কুমিল্লায় ছেলেকে শাসন করতে বলায় প্রতিবেশীকে হত্যা

অবশ্যই পরুন

কুমিল্লার চান্দিনায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে মানা করায় বাকবিতণ্ডার এক পর্যায়ে মো.ফরিদ মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের ছায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ফরিদ মিয়ার পাশের বাড়ির রুহুল আমিনের কলেজপড়ুয়া ছেলে হাবিব উল্লাহ এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল। সোমবার সকালে রুহুল আমিনকে বিষয়টি জানিয়ে ছেলেকে শাসন করতে বলেন ফরিদ মিয়া। এটা নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফরিদ মিয়া। উদ্ধার করে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ