spot_img

মামলায় ফাঁসলেন যুবরাজ

অবশ্যই পরুন

হঠাৎ করেই বিপদে পড়লেন সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। ‘জাতিবিদ্বেষী মন্তব্য’ করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। বিশ্বকাপজয়ী এই তারকাকে একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে।

আট মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়েছে। ২০২০ সালের জুনে রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনের সময় লেগস্পিনার যুবেন্দ্র চাহালের টিকটক ভিডিও বানানোর প্রসঙ্গে কথা বলছিলেন যুবরাজ। সেসময় চাহালকে ঠাট্টা করে কিছু কথা বলেন তিনি। পরে সেই মন্তব্য নিয়ে হইচই হওয়ায় ক্ষমাও চেয়ে নেন সাবেক এ অলরাউন্ডার।

যুবরাজ তখন বলেছিলেন, আমি জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গের ব্যাপারে কোনো রকম ভেদাভেদে বিশ্বাস করি না। মানুষের ভালোর জন্য সারাজীবন কাজ করেছি। বুঝতে পেরেছি আমার কথায় কিছু মানুষের খারাপ লেগেছে। যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে থাকি তার জন্যে ক্ষমা চাইছি।

সেই ঘটনার পরে এক আইনজীবী তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে রোববার মামলা দায়ের করা হয়। যুবরাজের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেফতার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার অদূরে সাভার...

এই বিভাগের অন্যান্য সংবাদ