spot_img

২২ ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান

অবশ্যই পরুন

ভারতের সেরাম ইন্সটিউটিটের প্রস্তুতকৃত কোভিড প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় চালান  ২২ ফেব্রুয়ারি দেশে পৌঁছবে।

সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

আসছে চালানে বাংলাদেশ আরও ২০ থেকে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পেতে যাচ্ছে বলে জানান নাজমুল হাসান।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম চালান ঢাকায় পৌঁছেছিল গত ২৫ জানুয়ারি। ভারতের সেরাম ইন্সটিউটিটের প্রস্তুতকৃত সে চালানে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ছিল।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভ্যাকসিন সহায়তা ও বিতরণ সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছিল। চুক্তি অনুযায়ী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ