spot_img

১৩ শতাধিক তরুণীর হিজাব পরিধানে এক ব্যতিক্রম অনুষ্ঠান

অবশ্যই পরুন

ইরাকের দক্ষিণাঞ্চল কুর্দিস্তানের হালাবজা এলাকার ১৩ শতাধিক তরুণীর হিজাব পরিধান নিয়ে বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণ মুকুট বা গোল্ডেন ক্রাউন নামের এ অনুষ্ঠানটি তরুণীদের হিজাব পরা উপলক্ষে কয়েক বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে। হিজাবকে সবার মধ্যে গ্রহণযোগ্য করে তুলতেই প্রতি বছর এর আয়োজন করা হয়। সূত্র, আল জাজিরা নেট।

অনুষ্ঠানের আয়োজক কুর্দিস্তানের ছাত্র উন্নয়ন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্বর্ণ মুকুট বা গোল্ডেন ক্রাউন অনুষ্ঠানটি বার্ষিক পরিকল্পনার অন্যতম একটি অংশ।

সপ্তমবারের মতো এবারের অনুষ্ঠানে ১৩৫৭ জন তরুণী হিজাব পরিধান করে। তরুণীদের হিজাব পরিধানের ইচ্ছাকে স্বাগত জানিয়ে এবং হিজাবকে সবার মধ্যে গ্রহণযোগ্য করতে প্রতি বছর কুর্দিস্তানের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন করা হয়।’

প্রসঙ্গত, স্বর্ণ মুকট বা গোল্ডেন ক্রাউন নামের অভিনব আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তাতে হ্যাশট্যাগ দিয়ে এ আয়োজনের প্রতি সবাই সমর্থন জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন এ আয়োজনকে স্বাগত জানায়। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে তরুণীরা আরও বেশি করে হিজাবের প্রতি তাদের সমর্থনের কথা জানাচ্ছেন।

সূত্র : আল জাজিরা নেট

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ