spot_img

আফগানিস্তান থেকে সেনা সরাতে চায় না জার্মানি

অবশ্যই পরুন

আফগানিস্তান থেকে আপাতত সেনা সরাতে চায় না জার্মানি। সেনা উপস্থিতির সময়সীমা আরও বাড়াতে চায় দেশটি। শনিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেছেন। আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্য রয়েছে জার্মানির।

ফাঙ্কে মিডিয়া গ্রুপকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ‘মার্চের আগে শেষ হবে না’। এজন্য এ বিষয়টি পার্লামেন্টে তুলতে চাইছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভিন্ন কোনও পরিস্থিতি’ তৈরি হওয়ার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি সই হয়। সেখানে বলা হয়েছে, ২০২১ সালের এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তালেবান এবং উল্লেখযোগ্য পরিমাণে সহিংসতা কমিয়ে আনবে।

গত সেপ্টেম্বরে এই শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু তালেবান এবং আফগান সরকারি বাহিনীর মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

এদিকে শুক্রবার শীর্ষ একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই ‘গুরুতর দ্বিধায়’ ভুগছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তালেবানদেরও সহিংসতা বন্ধের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল আরাবি

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ