spot_img

সস্ত্রীক টিকা নিলেন মেয়র তাপস

অবশ্যই পরুন

সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর শেখ তাপস। রোববার রাজধানীর নয়াবাজার মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন তাপস ও তার স্ত্রী  আফরিন তাপস। পরে ডিএসসিসি মেয়র সাংবাদিকদের বলেন, আমি ও আমার স্ত্রী টিকা নিয়েছি। আল্লাহর রহমতে কোনো অসুবিধা বোধ করছি না।

শেখ তাপস বলেন, আমি সবাইকে আগেও নিবেদন করেছি, আবারও সবাইকে আহ্বান করব; আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিয়ে নিন। এই টিকা নেয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনা মুক্ত হতে পারব এবং করোনাকে জয় করবো।

মেয়রের পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী ও তার সহধর্মিণী কাজী উম্মে সালমা টিকা নেন।

এ সময় মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ