স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ক্রমাগত ভাবে কোস্টগার্ড কে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, কোস্টগার্ডের জনবল বর্তমানে অধিক রয়েছে। আগে আড়াইহাজারের সদস্য দিয়ে কোস্টগার্ডের পরিচালিত হতো। বর্তমান ৪ হাজারের অধিক সদস্য কাজ করছে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে পোস্টকার্ডের সদর দপ্তরে ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান ২০২১ এর আয়োজন করেন বাংলাদেশ কোস্ট গার্ড এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মতন কোস্টগার্ডকে সাজানো হচ্ছে। কোস্টগার্ড দেশের জন্য বিভিন্ন ভাবে কাজ করছে।
তিনি বলেন, কোস্টগার্ডের সফলতা অনেক। এ বাহিনীকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কোস্টগার্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যথেষ্টভাবে দায়িত্ব নিয়ে কাজ করছি।
মন্ত্রী বলেন, কোস্টগার্ডের পাশাপাশি সীমান্তরক্ষী অন্যান্য বাহিনীকেও আধুনিকায়ন করা হচ্ছে। বাহিনীর সদস্যরা যাতে দ্রুত দূর্গম পাহাড়ি ও উপকুল এলাকায় পৌছাতে পারে সেজন্য রাস্তা নির্মাণ, হেলিকপ্টার দেয়া ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলে সীমান্তে চোরাচালান ও মাদক আসা বন্ধ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজস্ব জনবল নিয়োগের মাধ্যমে কোস্টগার্ডকে সতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ও রয়েছে। আশা করি দেশের জন্য কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এ কোস্টগার্ড যথেষ্ট ভূমিকা পালন করেছে যা প্রশংসনীয়।