spot_img

জাদু-মন্ত্র দিয়ে করোনা নিয়ন্ত্রণে আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

অবশ্যই পরুন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মহামারি করোনাভাইরাসের নিয়ন্ত্রণ কোন জাদু-মন্ত্র বলে হয়নি, এর পেছনে অনেক খাটা-খাটনি করতে হয়েছে তার সরকারকে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “করোনা নিয়ন্ত্রণ কোন জাদু মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক নয়, এর পিছনে অনেক খাটা খাটনি করতে হয়েছে। সমালোচনা হতে পারে, যারা এ বিষয়ে জানোনা তারা তো সমালোচনা করবেই।”

তিনি আরও বলেন, “করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই দেশের কলকারখানা চলছে। লোকজন বেকার হয়নি। রেমিট্যান্স আসছে, বিদেশে যাওয়া আসা এখনো অব্যাহত আছে। ইমপোর্ট এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয়নি।”

এসময় মন্ত্রী বলেন, “আমরা ভ্যাকসিন এনেছি, ভ্যাকসিন আনার জন্য এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন কোম্পানি নাই যার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কথা না বলেছি এবং যোগাযোগ না করেছি। বাংলাদেশ হলো পৃথিবীর দুইশো দেশের মধ্যে ছয় নাম্বার দেশ, যে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে।”

তিনি আরো বলেন, একটা ল্যাব থেকে এখন দেশে দুইশো ছয়টি ল্যাব হয়েছে। বেড নাইন্টি পার্সেন্ট খালি এখন। আইসিইউ এখন সেভেন্টি পার্সেন্ট খালি। দেশে টোটাল রোগী আছে ১৩’শ। সতোরো কোটি লোকের মধ্যে আইসিইউতে রোগী রয়েছে মাত্র দুইশো।

“আমাদের সংক্রমণের হার টু পয়েন্ট থ্রি, টু পয়েন্ট সিক্স এর মধ্যে ভেরি করতেছে। মৃত্যু হার দেড় পাসের্ন্ট, আমেরিকাতে মৃত্যূ হার চার পাঁচ পাসের্ন্টে ঠেকছে। আমাদের সুস্থতার হার নব্বই পাসের্ন্ট এখন, এগুলো এমনি এমনি হয় নাই।”

এর পেছনে শ্রম দিতে হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

আলোচনা সভায় পৌরসভা মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দীর্ঘদিন একই টুথব্রাশ ব্যবহার করা কি বিপজ্জনক?

অনেকেই আছেন যারা একটি টুথব্রাশ কিনে বছরের পর বছর চালিয়ে নেন। একদম ব্যবহারের অযোগ্য না হওয়া পর্যন্ত দুই বেলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ