নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরকে প্রমাণ পাওয়ায় ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে রমনা গোয়েন্দা পুলিশ। ইরফানের সহযোগীরাই নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেছে। এ বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।
তিনি বলেন, ঘটনার সময় ইরফান সেলিম গাড়িতে ছিলেন। মারধরের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার ভিত্তিতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
গত ৮ ফেব্রুয়ারি হাজী সেলিম ছেলে ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা।
গত বছরের (২৫ অক্টোবর) সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে বের হয়ে নৌবাহিনীর কর্মকতা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করে ইরফান সেলিমসহ তার সহযোগীরা। ঘটনাস্থলে লোকজন জমে গেলে গাড়ি ফেলে মারধরকারীরা চলে যায়। পরে পুলিশ এসে গাড়ি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।