অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে চোটে পড়েন নোভাক জোকোভিচ। যে কারণে ডাক্তারি সেবাও নিতে হয় তার। এরপর টানা দুই হেরে শঙ্কায় পড়েছিলেন সার্বিয়ান এ তারকা। শেষ পর্যন্ত অবশ্য সব কিছু পেছনে ফেলে তিনি জায়গা করে নেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ ষোলোতে।
মেলবোর্নে শুক্রবার যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে জেতেন জোকোভিচ। কোয়ার্টার-ফাইনালের পথে তার প্রতিপক্ষ চতুর্দশ বাছাই কানাডার মিলোস রাওনিচ। তবে চোট কাটিয়ে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী তারকা।
একই দিন হাঙ্গেরির মার্তন ফুচোভিচকে ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২, ৬-২ গেমে হারান রাওনিচ। এদিকে ছেলেদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই ডমিনিক টিম ও ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভ।