spot_img

ক্যান্সার রোগী সেজে তহবিল সংগ্রহের দায়ে নারীর কারাদণ্ড

অবশ্যই পরুন

মিথ্যা ক্যান্সারের কথা বলে তহবিল সংগ্রহের দায়ে এক নারীকে সাজা দিয়েছে বৃটেনের একটি আদালত। ৪২ বছর বয়সী নিকোল এলকাব্বাস নামের ওই নারী দাবি করে আসছিলেন তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এর চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়ে তহবিল গঠন করেন। এতে জমা পরে ৫২ হাজার ইউরোর থেকেও বেশি অর্থ। এই অর্থ তিনি ব্যয় করতেন তার জাঁকজমকপূর্ণ জীবনের জন্য।

ডেইলি মেইল জানিয়েছে, প্রতারণার জন্য গোফান্ডমি নামের একটি ওয়েবসাইট ব্যবহার করেন এলকাব্বাস। সেখানে প্রাপ্ত অর্থ তিনি তার নিজের একাউন্টে নিয়ে নেন। সেই অর্থ তিনি ব্যয় করেন জুয়া খেলে এবং আগের ঋণ পরিশোধে।

এছাড়া তিনি ব্যয়বহুল জীবনযাপন শুরু করেন। টটেনহামের একটি ম্যাচ দেখতে খরচ করেন সাড়ে তিন হাজার ইউরো।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ