মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে যুদ্ধ এবং করোনাভাইরাস পরিস্থিতিতে কোনো জরুরি পদক্ষেপ না নিলে খাবারের অভাবে মারাত্মক অপুষ্টিতে ভুগে অন্তত চার লাখ শিশুর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের চারটি সংস্থা।
শুক্রবার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও), ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ইয়েমেনে যুদ্ধ শুরুর ছয় বছর পর যখন দেশটির ৮০ শতাংশ মানুষই মানবিক সহায়তার উপর নির্ভর করছে তখন এমন সতর্কতার কথা জানায় জাতিসংঘের এই সংস্থাগুলো।
শুক্রবারের এই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের তুলনায় ইয়েমেনে ৫ বছরের নিচে শিশুদের মধ্যে মারাত্মক অপুষ্টির সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।
মারাত্মক অপুষ্টির অর্থ হলো, খাবারের অভাবে সেখানে শিশুমৃত্যুর শঙ্কা রয়েছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সংকটাপন্ন স্থানগুলোর মধ্যে রয়েছে এডেন, হুদেইদাহ, তাইজ এবং সানা।
জাতিসংঘের এই চার সংস্থার বিবৃতিতে বলা হয়, “এই সংখ্যাগুলো ইয়েমেনে সহায়তার জন্য আরেকটি আবেদন। এখানে একটি অপুষ্টিতে ভোগা শিশু মানে খাবারের জন্য লড়াই করে যাওয়া একটি পরিবার।”