spot_img

নির্বাচক হিসেবে কাজ শুরু করেছেন রাজ্জাক

অবশ্যই পরুন

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম ২শ’ উইকেট ক্লাবের সদস্য আবদুর রাজ্জাক রাজ আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কাটাচ্ছেন তিন বছর। প্রথম শ্রেনীর ক্রিকেটে বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারী আবদুর রাজ্জাক (১৩৬ ম্যাচে ৬৩৪ উইকেট) ৩৮ বছর বয়সেও ঘরোয়া ক্রিকেটে ঘোরাচ্ছেন ছড়ি।

ঘরোয়া ক্রিকেট খেলতে চেয়েছিলেন আরো কিছুদিন। ফলে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি থেকে নির্বাচকের অফার পেয়েও সিদ্ধান্তহীনতায় ছিলেন। গত ২৮ জানুয়ারি বিসিবির পরিচালনা পরিষদের ৯ম সভায় নির্বাচক হিসেবে বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক রাজকে চূড়ান্ত করেছে বিসিবি।

মিনহাজুল আবেদিন  নান্নু ও হাবিবুল বাশার সুমন দীর্ঘদিন ধরে নির্বাচক কমিটি চালিয়ে নিচ্ছিলেন। তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাক কাজ করবেন তাদের সাথে। বৃহস্পতিবার রাজ্জাক এসেছিলেন বিসিবিতে। কথা বলেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানের সাথে।

দুই-এক দিনের মধ্যে বিসিবি থেকে চুক্তিপত্র পেয়ে যাবেন আবদুর রাজ্জাক,তা জানিয়েছেন আকরাম খান-‘রাজ্জাক এসেছে,কথা হয়েছে।  ইতোমধ্যে সে মোটামুটি সিলেকশন প্রোসেসে ঢুকেও পড়েছে। কাজ শুরু দিয়েছে। কথা বার্তা হয়ে গেছে। কথাবার্তা হয়ে গেছে। ক্গজে কলমে হয়ত দু এক দিন সময় লাগবে। কিন্তু সে নিশ্চিত। আজকে অন্য দুই নির্বাচক, বোর্ড প্রেসিডেন্ট, আমার সঙ্গেও অনেকক্ষণ আলাপ আলোচনা হয়েছে।’

তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাকের যোগ দেয়ায় নির্বাচক প্যানেল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আকরাম খান-‘ আমরা খুব খুশি ওর মত একজন প্লেয়ার সিলেকশন প্যানেলে এসেছে। আশা করছি আমাদের প্যানেল আরও শক্তিশালী হবে।’

নির্বাচকের দায়িত্ব পেয়ে গেলেও এখনো রাজ্জাক খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেননি।মোহামেডানের খেলোয়াড় হিসেবে মোটা অংকে চুক্তিবদ্ধ রাজ্জাক ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্থগিত হয়ে যাওয়া আসরে খেলতে পেরেছেন মাত্র ১ মাস। নির্বাচকের দায়িত্ব নিলে কি মোহামেডানের হয়ে খেলতে পারবেন রাজ্জাক অবশিস্ট ম্যাচগুলো ?  এ প্রশ্নের উত্তর অবশ্য এখনও পরিষ্কার নয়।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ