পরমাণু সমঝোতা থেকে যেহেতু যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছে সেহেতু এটি খুবই পরিষ্কার যে, এই সমঝোতায় ফিরতে হলে তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি। -পার্সটুডে
তিনি বলেন, তার দেশ আমেরিকার সঙ্গে একটি বন্দিবিনিময় চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে দেয়া প্রস্তাব আমেরিকা এখনো গ্রহণ করেনি। সম্প্রতি ফ্রান্স-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু সমঝোতা ইস্যুতে এ কথা বলেন তাখতে রাভাঞ্চি। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় ফেরার সম্ভাবনা নিয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে আলোচনা করা হয়।