spot_img

আস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অবশ্যই পরুন

যেসব স্থানে করোনাভাইরাসের নতুন রূপ সংক্রমণ ঘটিয়ে চলছে সেসব স্থানে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেল। বুধবার তারা এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

এর এক দিন আগেই অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা জানিয়েছিল, ভাইরাসের দক্ষিণ আফ্রিকার রূপটির বিরুদ্ধে তাদের টিকা খুব বেশি কার্যকর নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডাভাইজরি গ্রুপ অব এক্সপার্ট অন ইমুনাইজেশনের চেয়ারম্যান আলেজান্দ্রো ক্রাভিওতো বলেন, ‘সুরক্ষা ক্ষমতার ওপর এই টিকাগুলির [তাদের] পুরোপুরি সামর্থ্য না থাকার সম্ভাবনা থাকলেও একটি  দেশের জনগোষ্ঠীর রোগের তীব্রতা প্রশমণে আস্ট্রাজেনেকা টিকা ব্যবহার না করার কোনো কারণ নেই।’

অন্তর্বর্তীকালীন সুপারিশমালায় প্যানেল বলেছে, ৬৫ বা এরচেয়ে বেশি বয়সের মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা যাবে।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ