প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে বেসরকারি হাসপাতালকে টিকাদান কার্যক্রমে যুক্ত করা হবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সেমিনারে মন্ত্রী জানান, দ্বিতীয় ধাপে যে ভ্যাকসিন আসবে সেখান থেকে দশ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন।
জাহিদ মালেক জানান, এরইমধ্যে দুইলাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা সবাই ভালো আছেন। কারো কারো সামান্য জ্বর এলেও সেটি এক-দু’দিনের মধ্যে ঠিক হয়ে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি-বেসরকারি স্বাস্থ্যখাতসহ সবার সমন্বিত চেষ্টায় করোনা নিয়ন্ত্রণ করা গেছে। ভ্যাকসিন সংক্রান্ত গুজবে কান না দেয়ার আহ্বানও জানান তিনি।