spot_img

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা

অবশ্যই পরুন

করোনা পরবর্তীয় যুগে কোর্টে ফিরেই র‌্যাঙ্কেট হাতে দাপট দেখাচ্ছেন সেরেনা উইলিয়ামস। সে ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের এ টেনিস তারকা  বুধবার নিনা জ্যানকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারী সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন।

বুধবার ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি সার্বিয়ান প্রতিদ্বন্দ্বী জ্যানকোভিচ। স্ট্রেট সেটে ৬-৩, ৬-০ ম্যাচ জিতে নেন সেরেনা।

রড লেভার এরিনায় বুধবার মাত্র এক ঘণ্টার মধ্যে জ্যানকোভিচকে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছান সেরেনা। তবে ম্যাচ জিতে প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করেন তিনি,‘ও আমাকে বেশ কয়েকবার বেগ দিয়েছে। তবে পুরো ম্যাচে ভালো খেলেছে। কিন্তু দ্বিতীয় সেটে আমি বিশেষ ভাবিনি।’

৩৯ বছরের সেরেনা পরের রাউন্ডে খেলবেন অ্যান্থাসিয়া পোতাপোভার বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ