করোনার টিকা নিলেন জেমস

অবশ্যই পরুন

মহামারি করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। আজ ১০ ফেব্রুয়ারি, বুধবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে তিনি এই টিকা নেন।

রকস্টার জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমের কাছে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস নিজ উদ্যোগেই এই টিকা গ্রহণ করেছেন। তাকে করোনার টিকা পুশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালের নার্স সাদিয়া সুমি। টিকা গ্রহণের পর তার তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।

এর আগে দেশের বরেণ্য অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। তবে তিনি সংসদ সদস্য কোটায় টিকাটি নেন।

বিনোদন জগতের তারকাদের টিকা কার্যক্রমে অংশ নেওয়া ইতিবাচক বলে মনে করছেন সবাই। কারণ এর মাধ্যমে সাধারণ মানুষেরাও এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ হবেন।

সর্বশেষ সংবাদ

ফজরের সুন্নত ছুটে গেলে যা করবেন

সালাত বা নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয়। এটি অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ