spot_img

আবারও আম্পায়ারের সঙ্গে কোহলির অশোভন আচরণ

অবশ্যই পরুন

চেন্নাই টেস্টে সফরকারী ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। আজিংকা রাহানেকে দায়িত্ব দেওয়ার দাবিও উঠেছে। ব্যর্থতার সময়ে সকল নেতিবাচক দিকগুলো সামনে চলে আসে, কোহলির ক্ষেত্রেও সেটাই হচ্ছে।

চাপের মুখে মেজাজ ধরে রাখতে পারেননি ভারত অধিনায়ক। আরো একবার তার বিরুদ্ধে মাঠে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। তাতে আম্পায়ার নীতিন মেননের উদ্দেশ্যে বিরাট কোহলিকে বলতে শোনা যাচ্ছে, “এই মেনন, এটা কী হচ্ছে?” আসলে ইংলিশ ব্যাটসম্যানদের রান নেওয়ার সময় ক্রিজের ওপর দিয়ে দৌড়নো নিয়ে চরম অসন্তুষ্ট হন কোহলি। আম্পায়ার মেননকে তিনি বলেন, ‘এই মেনন, এটা কী হচ্ছে, ওরা তো পিচের ওপর দিয়ে দৌড়চ্ছে।’

অভিযোগ করা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু যে রকম আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মেননকে সম্বোধন করেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। ক্রিকেট মাঠে আম্পায়ারকে এভাবে সম্বোধন করা কোড অফ কন্ডাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অবশ্য ৩৭ বছর বয়সি মেনন ম্যাচ রেফারিকে এ নিয়ে কোনও অভিযোগ জানিয়েছেন বলে খবর পাওয়া যায়নি। এক সময় ভারতের মধ্যপ্রদেশের হয়ে লিস্ট-এ ক্রিকেট খেলেছেন তিনি। কিন্তু দ্রুতই আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের

তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুরতুলমুস জাতিসঙ্ঘ থেকে ইসরাইলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে করতুলমুস...

এই বিভাগের অন্যান্য সংবাদ