spot_img

নিজের আইনজীবীদের ওপরও চটেছেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিনেটে বিষয়টি নিয়ে চলমান আলোচনায় নিজের আইনজীবীদের কার্যক্রমে ক্ষুব্ধ হয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফ্লোরিডায় বসে টেলিভিশনে সিনেটের কার্যক্রম দেখে আইনজীবীদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।

অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে এদিন ভোট দিয়েছেন ৫৬ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪৪ জন। এর মানে হলো, ট্রাম্পের বিপক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি ৬ জন রিপাবলিকানও ভোট দিয়েছেন। ট্রাম্পকে অভিশংসিত করতে হলে দুই-তৃতীয়াংশ ভোটে জয় পেতে হবে। সেটি খুব একটা সহজ হবে না।

মার্কিন পার্লামেন্ট ক্যাপিটল হিল ভবনে গত ৬ই জানুয়ারির ভয়াবহ হামলার ঘটনায় সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে এর আগে ট্রাম্পকে অভিশংসন করে প্রতিনিধি পরিষদ।

সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা যুক্তি দেখান যে সাবেক একজন প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করাটা অসাংবিধানিক এবং ডেমোক্র্যাটদের উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ