spot_img

প্রতিশোধের আশঙ্কায় হুমকির পুনরাবৃত্তি করলেন বেনি গান্তজ

অবশ্যই পরুন

লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় তাদের এক সেনা হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কায় আগের হুমকির পুনরাবৃত্তি করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।

বেনি গান্তজ বলেন, তাদের উত্তর ফ্রন্টে সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য লেবাননকে কঠিন মূল্য দিতে হবে। উত্তর ফ্রন্টে কোনো সংঘাত দেখা দিলে সেখানে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে। আর এ জন্য লেবাননকে দায়ী থাকতে হবে। হিজবুল্লাহ সীমান্তের কাছে যুদ্ধ সরঞ্জাম মজুদ করেছে বলে দাবি করেন তিনি।

এর আগে ইসরায়েলের আরেক কর্মকর্তা আভিভ কুখাভি হুমকি দিয়ে বলেন, আগামীতে কোনো যুদ্ধ বাধলে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ও গাজার আবাসিক এলাকায় হামলা চালাবে।

গত বছরের আগস্টে সিরিয়ায় ইসরায়েলি হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক সেনা শহিদ হন। হিজবুল্লাহ এ ধরণের যেকোনো হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়ে থাকে। এ কারণে ইসরায়েল বার্তা দিয়ে জানায়, তারা ভুলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এরপরও হিজবুল্লাহ প্রতিশোধ নেবে বলে আশঙ্কা করছে তারা। সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ