আকারে ‘স্ট্যাচু অব লিবার্টির’ প্রায় ২ গুণ বড় গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!
সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ্য জানিয়েছে। তবে এটির পৃথিবীতে ধাক্কা দেওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে এটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে। এটিকে বলা হচ্ছে, নিও। কেননা, গ্রহাণুটি পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকবে বলে বলা হচ্ছে। আকারে স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ এই গ্রহাণুটির নাম ২০২০ এক্সইউ ৬। গ্রহাণুটি প্রায় ২১৩ মিটার লম্বা। গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৪০ কিলোমিটার বেগে দৌড়চ্ছে। অর্থাৎ, এটি এক ঘণ্টার মধ্যে পৃথিবী ভ্রমণ করতে পারবে।
বিজ্ঞানীরা বলে থাকেন, পৃথিবীর নিকটস্থ মহাকাশ-অংশে প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়ায়। তার মধ্যে মাত্রই ১৮০০ গ্রহাণু বিপজ্জনক। এর মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনকের পর্যায়ে পড়ে।
এরই মধ্যে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন, এগুলো মূলত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অংশেই পাওয়া যায়। একই সাথে এগুলো পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না বলেই আশা বিজ্ঞানীদের। তবুও এই ধাবমান গ্রহাণুটির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।