spot_img

দুই শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

অবশ্যই পরুন

নরসিংদীর পলাশে দুই পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় বেগম (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেগম গাজীপুর জেলার সাওরাইদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসিরউদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ উপজেলা সদর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী জেলা সদরে যাচ্ছিল। পথে মাঝেরচর এলাকায় রাস্তা পারাপাররত পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হন।

তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেগম নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। চালকসহ আহত আরও তিন জন যাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মীম নামের এক জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

সুখবর দিলেন ক্যানসার আক্রান্ত হিনা খান

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ভারতীয় মডেল-অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি...

এই বিভাগের অন্যান্য সংবাদ