ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠে হিমবাহ ভেঙে বিপর্যয়ের প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেছে। কিন্তু এখনও উদ্ধারকাজে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে। বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে এপর্যন্ত ২৬টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন। মরদেহগুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
বেশিরভাগই ক্ষতিগ্রস্ত দুটি বিদ্যুৎ প্রকল্পের কর্মী। তবে, মৃতদের কয়েকজন স্থানীয় বাসিন্দাও রয়েছে। তপোবন এলাকায় বিদ্যুৎ প্রকল্পের একটি নির্মানাধীণ সুড়ঙ্গের মধ্যে অন্তত ৩৫ জন আটকে রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীদল। এদিকে, তুষারঝড় ডারসি’র প্রভাবে নেদারল্যান্ডস, জার্মানি ও যুক্তরাজ্যে ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।