জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেননা লুইস সুয়ারেজ। লা লিগায় উড়তে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে থামিয়ে দিল অপেক্ষাকৃত দুর্বল দল সেল্টা ভিগো। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ।
ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে সেল্টাকে আতিথ্য দেয় অ্যাতলেটিকো। তবে এই ম্যাচটা সুখকর হয়নি সিমিওনে বাহিনীর জন্য। টানা জয়ে লিগের শীর্ষ দলটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল সেল্টা।
ম্যাচের শুরুতেই লিড নেয় ভিগো। স্যান্তি মিনার গোলে এগিয়ে যায় আকাশী-নীলরা।
আক্রমন শানানোর চেষ্টা চালায় মাদ্রিদের ক্লাবটি। তবে থেমে ছিল না সেল্টাও। একের পর এক আক্রমন শানিয়েছে তারাও। বল দখলে রেখে প্রেস করে যায় ভিগো।
ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে রেখেছে সেল্টা। তবে প্রথমার্ধ্বের শেষ মিনিটে য়্যুরেন্তের পাস থেকে গোল করে স্কোরলাইনে সমতা ফেরান উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।
বিরতি থেকে সেল্টাকে চেপে ধরে অ্যাতলেটিকো। মিনিট পাঁচেকের মধ্যেই তার ফলও পায় তারা। রেনান লোদির পাস থেকে গোল করে নিজের জোড়া গোল আদায় করে নেন সুয়ারেজ। দল এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে।
পিছিয়ে পড়ে আবারো অ্যাতলেটিকোর রক্ষণে হামলে পড়ে সেল্টা। তাদের বেশ কয়েকটি আক্রমন মুখ থুবড়ে পড়ে মাদ্রিদিস্তাদের রক্ষণে। একপর্যায়ে সিমিওনে বাহিনীর সিংহভাগ ফুটবলার নেমে আসেন ডিফেন্সে। তাতেও অবশ্য দমিয়ে রাখা যায়নি সেল্টাকে। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান অভিষিক্ত ফেরেইরা।
শেষপর্যন্ত স্কোরলাইন থাকে ২-২। ফলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই।
ম্যাচে পয়েন্ট খোয়ানোয় টেবিলের ২ ও ৩ নম্বরে থাকা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান এখন ৮। যদিও একটি ম্যাচ কম খেলেছে দিয়েগো সিমিওনে বাহিনী।