spot_img

নেইমারের সঙ্গে পিএসজিতে থাকছেন এমবাপ্পে

অবশ্যই পরুন

নেইমারের পর এবার প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ২০২২ সাল পর্যন্ত দ্য পারসিয়ানদের সঙ্গে চুক্তি থাকলেও, এখনই তার মেয়াদ আরো কিছুটা সময়ের জন্য বাড়িয়ে নিচ্ছে দু’পক্ষ। রিলিজ ক্লজের অঙ্কটাও এবার বেশ বড় হতে যাচ্ছে ফরাসী তারকার জন্য। গুঞ্জন আছে, তাকে কিনতে চাইলে ভাঙতে হবে আগের সব বিশ্বরেকর্ড। এদিকে, এমবাপ্পে চুক্তি করতে রাজি হওয়ায় আনন্দে আটখানা ক্লাব সতীর্থ নেইমার জুনিয়র।

মনাকোর ছোট্ট একটা ছেলে, চোখে ছিলো হাজারো স্বপ্ন। হতে চায় বড় ফুটবলার। ফুটবলের কালো মানিক পেলের মতো জিততে চায় বিশ্বকাপ ট্রফি। কিন্তু তার জন্য যে প্রয়োজন ছিল বিশেষ কিছু!

ধীরে ধীরে অল্প বয়সেই নিজের পায়ের জাদুতে মুগ্ধ করতে শুরু করেন সবাইকে। পারসিয়ানদের জহুরির চোখ হিরে চিনতে ভুল করেনি। তাই তো, আনকোড়া এক ফরাসীকে দলে টানতে টাকার থলে নিয়ে চলে যান মনাকোতে। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আসেন প্যারিস সেইন্ট জার্মেইতে। ২০১৮ সালে মাত্র ২০ বছর বয়সী তরুণকে ১৮০ মিলিয়ন ইউরোতে কিনে নেয় পিএসজি। এই ক্লাবে ফুটবল বিশ্বের মহাতারকাদের সান্নিধ্য পান এ তরুণ।

পরিবর্তন আসে তার ফুটবল চিন্তায়। জাতীয় দলে সুযোগ পেয়ে জাত চেনান নিজের। পেলেকে টপকে রেকর্ড বুকে জায়গা করে নিয়ে জিতে নেন ফিফা বিশ্বকাপ ট্রফি। কিন্তু মনের কোণে তখনও একটা চাপা কষ্ট, ক্লাবের হয়ে জিততে যে চান সেরাদের সেরা ট্রফিগুলো।

লিগ ওয়ান জিতেছেন বেশ কয়েকবার। ফরাসী কাপটাও হাতের মুঠোয়। কিন্তু কিলিয়ানের চোখ জুড়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন। তাই তো গুঞ্জন ছিল, পিএসজিতে আর সময় নষ্ট করতে চাননা তিনি। পাড়ি দিতে চান স্পেনে। জায়গা করতে চান রিয়াল মাদ্রিদে। আর সে কারণেই নাকি, পিএসজি’র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর চুক্তি বাড়ানোর কাগজেও সই করেননি তিনি।

তবে করোনা আবারো বদলে দিয়েছে এম্বাপ্পেকে। বাস্তবতা বুঝতে পেরেছেন ফরাসী ফরোয়ার্ড। তাই তো নেইমারের পর এবার তিনিও সম্মতি দিয়েছেন নতুন চুক্তির জন্য। কাগজপত্র গুছিয়ে বাকি কাজটা করতে হবে এখন লিওনার্দোকে। ফরাসী সংবাদমাধ্যমের দাবি, রিলিজ ক্লজটা আকাশ ছুঁতে যাচ্ছে এমবাপ্পের। নেইমারের বিশ্বরেকর্ড ভাঙতে হবে ফরাসী তারকাকে কেউ ছুঁতে চাইলে।

এদিকে, মাঠে আক্রমনভাগের পার্টনার এমবাপ্পের চুক্তি বাড়ানোর খবরে আনন্দ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। কিছুদিন আগে নিজেও নতুন চুক্তিতে সই করায়, পিএসজিকে নিয়ে নতুন করে পরিকল্পনা শুরুর অভিপ্রায় এ ব্রাজিলিয়ানের।

নেইমার বলেন, আমিও খবরটা পেয়েছি। খুবই খুশি হয়েছি। একটা সময় আমরা দু’জনই ক্লাব ছেড়ে অন্য কোথাও যেতে চেয়েছিলাম। কিন্তু এখন সময় বদলেছে। আমরা এখানে নিজেদের গুছিয়ে নিয়েছি। আমাদের স্বপ্ন এখন একটাই, কিভাবে পিএসজিকে নিয়ে শিরোপা জিতবো। যত বেশি ট্রফি জিতবো, ততই আমরা সুখে থাকবো।

তবে মাদ্রিদে যাবার স্বপ্ন এখনও ছেড়ে দেননি এমবাপ্পে। তাই তো রিয়াল চাইলে, তার চুক্তির শর্ত শিথিল করার সুযোগ রাখতে অনুরোধ করেছেন প্যারিস সেইন্ট জার্মেইকে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ