spot_img

টাঙ্গাইলে নির্বাচন নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

অবশ্যই পরুন

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. খলিল (৩৫)। তিনি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানার সমর্থকরা সন্ধ্যায় প্রচারণায় যায়। থানামোড় এলাকায় পৌঁছালে আগেই অবস্থান নেওয়া বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন ও তার সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রকিবুল হকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। পরে বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিনের সমর্থকরা ডুবাইল এলাকায় মিছিল বের করলে রকিবুলের সমর্থকরা হামলা চালায়। এসময় খলিল নামে এক সমর্থকের মৃত্যু হয়। আহত ৫ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় রাত সোয়া নয়টা পর্যন্ত মামলা হয়নি। গোপালপুর পৌর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ