spot_img

করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নিবে না মালয়েশিয়া

অবশ্যই পরুন

মালয়েশিয়ার চাষাবাদ ও পণ্যখাতে বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে, করোনাভাইরাস সফলভাবে নির্মূল করার আগে তা প্রত্যাহার করা হবে না। রোববার (৭ ফেব্রুয়ারি) দেশটির উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মো. খায়রুদ্দীন আমান রাজালী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, চাকরিখাতে মালয়েশীয়দের প্রাধান্য দেয়ার চিন্তাও এই সিদ্ধান্তের কারণ।

মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন থেকে জানা যায়, রোববার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শনে যান উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মো. খায়রুদ্দীন আমান রাজালী। প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলোর আবাসন সরবরাহের সক্ষমতা মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে মহামারির প্রাদুর্ভাব না ঘটে। বিষয়টি নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।

খায়রুদ্দীন বলেন, আমরা একটি প্রচারাভিযান পরিচালনা করছি। পাম তেল ও রাবারের মতো বৃক্ষসংশ্লিষ্ট খাতগুলোতে যেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চালাতে উদ্বুদ্ধ করছি। এই প্রচার অভিযান যদি সফল হয় তবে সরকার বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে তা নির্ভর করবে করোনা কতটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তার ওপর।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ