spot_img

ভুল শোধরান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখুন: আমেরিকাকে চীন

অবশ্যই পরুন

দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য আমেরিকাকে দোষারোপ করেছে চীন। এ অবস্থায় অতীতের ভুল শোধরানো ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য আমেরিকার নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রথম টেলিফোন আলাপে এ আহ্বান জানান চীনা প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ সহকারী ইয়াং জেইচি। তিনি বলেন, মার্কিন প্রশাসনের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত সাম্প্রতিক ভুলগুলো সংশোধন করা, চীন-আমেরিকা সুন্দর ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়নের জন্য সংঘাতহীনতার চেতনা সমুন্নত রাখা, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে চীনের সঙ্গে কাজ করা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গণমাধ্যমের কাছে এসব কথা তুলে ধরেছেন।

 চীনের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা আরো বলেন, চীন ও আমেরিকা দু দেশেরই উচিত অন্যের মৌলিক স্বার্থের বিষয়ে সম্মান করা। এর পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থা ও নিজেদের পছন্দ মতো উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রতিও শ্রদ্ধা থাকা উচিত। দু পক্ষের উচিত নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেয়া এবং অন্যের বিষয়ে নাক না গলানো।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ