spot_img

রিজওয়ানের প্রথম সেঞ্চুরিতে দ.আফ্রিকাকে বড় লক্ষ্য দিলো পাকিস্তান

অবশ্যই পরুন

রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৩৭০ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক পাকিস্তান। এ লক্ষ্যে খেলতে নেমে রোববার চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১২৭ রান।

প্রথম ইনিংসে ২৭২ রান করে পাকিস্তান। জবাবে ২০১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ২৯৮ রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য দাড়ায় ৩৭০ রান।

পাকিস্তানের হয়ে টপ অর্ডারের প্রায় সবাই ব্যর্থ। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান গড়েন প্রতিরোধ। শুধু তাই নয় পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থাকেন তিনি। ২০৪ বলের ইনিংসে রিজওযান হাকিয়েছেন ১৫টি চার।

শেষের দিকে দলের হয়ে ৪৫ রানের দারুণ ইনিংস খেলেন স্পিনার নোমান আলী। ২৩ রান করেন ইয়াসির আলী। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে পাচ উইকেট নেন জর্জ লিন্ডে। মাহারাজ তিনটি ও রাবাদা নেন দুটি উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১৭ রানে শাহিন শাহর বলে আউট হন ডিন এলগার। ৫৯ রানে মারক্রাম ও ৪৮ রানে ভ্যান ডার ডসন আছেন অপরাজিত।

সোমবার ম্যাচের পঞ্চম দিন। জিততে হলে দক্ষিণ আফ্রিকার করতে হবে ২৪৩ রান। পাকিস্তানের জিততে চাই বাকি নয় উইকেট। দুই ম্যাচ সিরিজের প্রথমটি জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় ও শেষ টেস্টে কে জিতবে, তা দেখা যাবে সোমবার।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ