spot_img

সশস্ত্র বাহিনীর টিকাদান উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান

অবশ্যই পরুন

রাজধানী ঢাকাসহ দেশের এক হাজারেরও বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন উচ্চ-আদালতের বিচারপতি, মন্ত্রী-আমলা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি টিকা নিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও।

আজ রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে সশস্ত্র বাহিনীর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

এসময় তিনি জানান, টিকা দিয়ে আমরা নিজেদের অনেক স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারব, নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারব। এসময় তিনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’মানুষকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। আজ থেকে ‘গণটিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ