‘ইউরোপে ভ্যাকসিনের জন্য হাহাকার আর বাংলাদেশে ৫ ডলার‘

অবশ্যই পরুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইউরোপে যেখানে করোনা ভ্যাকসিনের জন্য হাহাকার লেগে গেছে। কানাডার মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না। সেখানে শেখ হাসিনার দূরদর্শিতার কারণে মাত্র ৫ ডলারে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন পাচ্ছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভার্চুয়াল সভায় তিনি এমন মন্তব্য করেন। মহামারি করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে আইনমন্ত্রী বলেন, সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া থেকে ক্রয়কৃত ভ্যাকসিনের ফাস্ট লটে পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন ইতিমধ্যে বাংলাদেশ পেয়েছে। সেই সঙ্গে ভারত সরকার উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ বাংলাদেশকে দিয়েছে।

আনিসুল হক বলেন, করোনাভাইরাস মোকাবেলায় যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ যুদ্ধ করেছে। ঠিক তখন বিরোধী সাহেবরা সিঙ্গাপুরে চলে যায় চিকিৎসার জন্য।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকলকে মাঠে থাকার আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম ও আখাউড়া থানার তিন পুলিশ কনস্টেবলসহ এক সংবাদকর্মী করোনা টিকা গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ