spot_img

কাশ্মিরকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেন ইমরান

অবশ্যই পরুন

কাশ্মিরিদের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার কাশ্মির সংহতি দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর কাশ্মির ইস্যুতে তিন বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৪৮ সালে কাশ্মির প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মিরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।

শুক্রবার কাশ্মিরের কোটলি শহরে দেওয়া ভাষণে ইমরান এই অঞ্চলের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘আপনারা যখন আপনাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং আল্লাহর ইচ্ছায় কাশ্মিরের জনগণ পাকিস্তানের পক্ষে তাদের সিদ্ধান্ত নিলে, আমি বলতে চাই, আপনারা স্বাধীনতা নাকি পাকিস্তানের অংশ হওয়াকে বেছে নিবেন সেই সুযোগ আপনাদের দেওয়া হবে। এটা হবে আপনাদের অধিকার।’

সর্বশেষ সংবাদ

বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদেরকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যতো দেরি হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র ততো বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ