spot_img

তুরস্কে চীনা দূতাবাসের সামনে উইঘুরদের বিক্ষোভ

অবশ্যই পরুন

তুরস্কে বসবাসরত উইঘুর মুসলমানরা আঙ্কারায় নিযুক্ত চীনা দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) তারা সেখানে বিক্ষোভের পর চীনা দূতাবাসের কাছে দাবি জানিয়েছে, চীন সরকার তাদের পরিবারের সদস্যদের আটককেন্দ্রে নিয়ে গিয়ে কী অবস্থায় রেখেছে তা জানাতে হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রায় একশ উইঘুর ইস্তাম্বুলে চীনা কনস্যুলেটের সামনে জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে ১৮ দিন অবস্থান করে প্রতিবাদ জানায়। তাদের দাবি ছিল, ২০১৭ সাল থেকে তারা পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছে না।

বিক্ষোভকারীদের পক্ষে মির্জাহমেত ইলিয়াসোগলু বলেন, অন্তত ৫১৯৯ জনের ব্যাপারে আমরা জানি। তাদের খোঁজ মিলছে না। চীনা কনস্যুলেটে এই তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু চীনা কর্মকর্তারা ওই নথি জমা নেয়নি।

এদিকে চীনে উইঘুর আটককেন্দ্রে লাগাতার ধর্ষণ, যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের নতুন অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও চীনের দাবি, বিবিসির যে প্রতিবেদনের ভিত্তিতে নিন্দা করেছে যুক্তরাষ্ট্র, ওই প্রতিবেদন সম্পূর্ণ ভুয়া। সূত্র : ইয়েনি সাফাক, আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ