spot_img

আন্তর্জাতিক মহলে অস্বস্তিতে ভারত: গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা

অবশ্যই পরুন

পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করলো ভারতের দিল্লি পুলিশ। নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত গ্রেটা ভারতের কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন। সেই সূত্র ধরে তারই নামে মামলা দায়ের করলো ভারতীয় পুলিশ। তবে মামলার কারণ জানা যায়নি। গত মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে গ্রেটা ভারতের কৃষক আন্দোলন সম্পর্কিত একটি খবরের লিঙ্ক শেয়ার করেন। -টিভি নাইন ও ইন্ডিয়া টিভি

সিএনএন-এর সেই লিঙ্ক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দেন তিনি। এতে বিভিন্ন ভারতীয় শিল্পপতিদের ব্যবসা টার্গেট করার কথা বলা হয়। এমনকী কৃষি আইন যদি প্রত্যাহার হয় তাহলেও লড়াই থামবে না, যুদ্ধ সবে শুরু হয়েছে, এই কথাও বলা হয়। এর জের ধরেই বিতর্ক শুরু হয়। পরে এই টুইটটি ডিলিট করে দেন গ্রেটা। সেই নথির অ্যাকসেসও সরিয়ে নেওয়া হয়। গ্রেটার আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন আমেরিকার পপস্টার রিহানা। মঙ্গলবার রিহানা কৃষক বিক্ষোভের ওই লিঙ্ক শেয়ার করে লেখেন, কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?”

তারপরই টুইটারে ভারতের কৃষিবিল বিরোধীতায় বসা নারীদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন রিহানা। তার মতে, ভারতের রাজধানীতে ২৬ জানুয়ারি যা ঘটেছে তা মানবাধিকারকে লঙ্ঘন করে। তিনি লেখেন, ‘কী ঘটছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা নয়া দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে’। যার ফলে আন্তর্জাতিক মহলে অস্বস্তিতে পড়ে ভারত।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ