spot_img

এক হোটেল কর্মীর করোনার কারণে অস্ট্রেলিয়া ওপেনের ৬শ খেলোয়ার আইসোলেশনে

অবশ্যই পরুন

এক হোটেল কর্মীর কোভিড পজিটিভে অস্ট্রেলিয়া ওপেনের ৬শ খেলোয়ার আইসোলেশনে।মেলবোর্নে গ্রান্ড হায়াত নামে পুরো হোটেলটিই কোয়ারেন্টাইনে রুপান্তরিত হয়েছে। অস্ট্রেলিয়া ওপেনে টেনিস খেলোয়াড়দের এই দশা দাঁড়িয়েছে ওই হোটেলের এক কর্মীর পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়ায়। অথচ টেনিস টুর্নামেন্টটি শুরু হওয়ার আর বাকি আছে চারদিন। -সিএনএন

গত ২৮দিনে সেখানে আর কোনো ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়নি। ২৬ বছরের ওই হোটেল কর্মীর এ দুঃসংবাদ মেলে গত বুধবার সন্ধ্যায়। অস্ট্রেলিয়ায় এখনো মাস্ক পড়া ঘরেও বাধ্যতামূলক। জনসমাগমস্থলে তো বটেই। এখন হোটেলে কোভিড টেস্ট চলছে পুরোদমে। এবং ওই ৬’শ মানুষের কারো পরীক্ষায় নেগেটিভ না আসা পর্যন্ত অন্যের সংস্পর্শে আসা নিষেধ। অবশ্য টেনিস টুর্নামেন্টের আয়োজকরা বলছেন যথাসময়েই অস্ট্রেলিয়া ওপেন শুরু হবে। মাত্র একজনের কোভিড টেস্ট পজিটিভ এসেছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ