সিলেটে আফরোজ আলী হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

সিলেটের ওসমানীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আফরোজ আলী হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তার নাম মইনুদ্দিন মঞ্জু। তিনি ওসমানীনগর থানার হুসননমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।

জানা গেছে, ২০১৪ সালের ১১ মে সকাল সাড়ে ৮টার দিকে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে ডেকে নেন মইনুদ্দিন মঞ্জু। আলাপ আলোচনার এক পর্যায়ে তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমরে ও পরে বুকে ছুরিকাঘাত করেন তিনি।

এসময় তার চিৎকারে পরিবারসহ স্থানীয়রা এগিয়ে এলে মঞ্জু পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদি হয়ে মইনুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামি করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মঞ্জুকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

তিনি বলেন, আফরোজ হত্যার দায়ে আদালত মামলার একমাত্র আসামি মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ